শিক্ষককে পদোন্নতিতে ৯ পরীক্ষায় পাস লাগবে
সম্প্রতি প্রভাষকদের পদোন্নতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এ সংশোধন আনা হয়েছে।
আরো পড়ুনঃ তদন্তে শিক্ষককে কান ধরে ওঠবসের সত্যতা মিলেছে
সম্প্রতি এমপিও নীতিমালা সংশোধন কমিটির আনা সংশোধিত নীতিমালায় বেসরকারি কলেজে কর্মরত প্রভাষকদের পদোন্নতির শর্ত ও যোগ্যতা নির্ধারণ সূচক করা হয়েছে। যেখানে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে এমপিও প্রাপ্তি থেকে জ্যেষ্ঠতায় ৩৫ নম্বর, একাডেমিক পরীক্ষার ফলাফলে ১৫, ক্লাসে মোট উপস্থিতিতে ২০, এমপিওভুক্তির পর থেকে কোনো নেতিবাচক মন্তব্য/বিরূপ রেকর্ড না থাকলে ৫, ফৌজদারি মামলা না থাকলে ৫, প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে অনুকরণীয়/সৃজনশীল দৃষ্টান্তে ৫ এবং ভার্চুয়াল ক্লাস নেওয়ার দক্ষতায় ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুনঃ গোসলের দৃশ্যধারণ করে শিক্ষিকার কাছে টাকা দাবি ও কুপ্রস্তাব
নীতিমালায় বলা হয়েছে, প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হবে। এরই মধ্যে এ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে জেলা প্রশাসককে আহ্বায়ক করে অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা, মাউশির অঞ্চলের পরিচালক, মাউশির মনোনীত সরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ, মাউশির উপ-পরিচালক (কলেজ) ও জেলা শিক্ষা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।
আরো পড়ুনঃ যেভাবে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
কমিটির সদস্যরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি কলেজে কর্মরত প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের সুপারিশ করবেন। পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কমিটি এমপিও নীতিমালা অনুসরণ করবেন। প্রতিষ্ঠান প্রধানরা কমিটির আহ্বায়ক বরাবর পদোন্নতির প্রস্তাব পাঠাবেন।
এছাড়া দেশের ৯টি আঞ্চলিক কার্যালয়, মাউশির প্রত্যেক পরিচালক তাদের স্ব-স্ব অঞ্চলের আওতাধীন জেলাসমূহের প্রত্যেক জেলা থেকে উল্লিখিত দুজন সদস্য মনোনয়ন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে দেবেন।
মনোনয়ন তালিকার কপি আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশিকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে মাউশির বিজ্ঞপ্তিতে।
প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।
শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook
শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
0 Response to "শিক্ষককে পদোন্নতিতে ৯ পরীক্ষায় পাস লাগবে"
Post a Comment